January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 3rd, 2023, 11:45 am

এসএসসি পরীক্ষা দেওয়া হলোনা নাঈমার

জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা) :

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার মুসলিম সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নাঈমা রবিবার (২রা এপ্রিল)  দূর্ঘটনার স্বীকার হয়। প্রাইভেট পড়ে বাড়ী ফেরার পথে ডামুড্যা পল্লী বিদ্যুৎ পাওয়ার হাউজের সামনে আসলে পিছন থেকে বেপরোয়া গতিতে আসা মটর সাইকেল তার গায়ের উপর উঠিয়ে দিলে সে রাস্তার মাঝখানে ছিটকে পড়ে, পরে অপরদিক থেকে আসা অটোরিক্সার ধাক্কায় সে রাস্তায় লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে সরকারী হাসপাতালে নিলে জরুরী বিভাগের ডাক্তার তাকে ঢাকায় রেফার করে, কিন্তু সেখানেেই তার মৃত্যু হয়। ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের উত্তর সৈয়দবস্তা গ্রামের দিন মজুর হালিম মোল্যার মেয়ে নাঈমা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক বলেন সম্প্রতি ডামুড্যা উপজেলায় উঠতি তরুন বয়সী ছেলেদের মটর সাইকেলের বেপড়োয়া গতির কারণে প্রায়ই এধরনের দূর্ঘটনা ঘটছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ মজিদ খান বলেন নাঈমা আমাদের বিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রী ছিল তার অকাল মৃত্যুতে আমার গভীরভাবে শোকাহত।