জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেটের ওসমানীনগরে ট্রাক চাপায় নুর মিয়া নামের একজন ব্যাটারি চালিত অটোরিকশা (টমটম) চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর ১২ টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের কসেরতল নামক স্থানে এ ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখেন।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল থেকে ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে একশনে নামে শেরপুর হাইওয়ে পুলিশ। এসময় টমটমকে ধাওয়া করলে টমটমটিতে একটি ট্রাক চাপা দেয়। ট্রাক চাপায় ঘটনাস্থলে চালক নুর মিয়া মারা যান। তার বাড়ি উপজেলার কাগজপুর এলাকায়। থাকেন পূর্বব্রাম্মন গ্রামে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে। স্থানীয় জনপ্রতিধিনি ও প্রশাসনের লোক উপস্থিত হয়ে বিচারের আশ্বাস দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্য পরিমল চন্দ্র দেব বলেন, শেরপুর পুলিশ ফাঁড়ির গাড়ি পুলিশ সদস্যদের নিয়ে টহলে ছিল। গোয়ালাবাজার থেকে আসার পথে একটি ট্রাক একটি টমটমকে চাপা দেয়। পুলিশ সদস্যরা দুর্ঘটনা দেখে সেখানে যান এবং উদ্ধার করেন। দুর্ঘটনায় জড়িত ওই ট্রাক জব্দ এবং চালককে আটক করা হয়েছে।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২