কক্সবাজারে নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি আশিকুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কক্সবাজার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক আবুল মনসুর ছিদ্দিকি এই রিমান্ড আদেশ দেন।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো.মহিউদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার আশিককে কক্সবাজার কারাগারে আনার পর সোমবার দুপুরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে পুলিশ। আদালত আবেদন আমলে নিয়ে শুনানির তালিকা দেন। মঙ্গলবার দুপুরে আদালত প্রধান আসামি আশিকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
—ইউএনবি
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২