কক্সবাজারের টেকনাফে রবিবার অভিযান চালিয়ে চার কেজির বেশি ক্রিস্টাল মেথ ও দেড় লাখ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
টেকনাফ ব্যাটালিয়নের (বিজিবি-২) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, খবর পেয়ে বিজিবি-২ এর একটি দল ভোর ৫টার দিকে মিয়ানমার থেকে ৩-৪ জন সন্দেহভাজন চোরাকারবারি জালিয়ার দ্বীপের দিকে যাওয়ার পথে একটি নৌকাকে আটক করে।
তবে পাচারকারীরা নাফ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন।
পরে উক্ত নৌকা থেকে ২৫ কোটি ৮৯ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল মেথ, ইয়াবা ও ২৫ কেজি কারেন্ট জাল জব্দ করে বিজিবি সদস্যরা।
—-ইউএনবি
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে বিলুপ্ত পথে খেজুর গাছ ও রস!
প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন
রংপুরে নবানযোগ্য জ্বালানি প্রচারণা অনুষ্ঠিত