January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 1st, 2024, 8:44 pm

কটাক্ষকে পাত্তা দিতে নারাজ নুসরাত

অনলাইন ডেস্ক :

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। নানা সময়ে ব্যক্তিজীবন নিয়ে বেশ বিতর্ক উসকে দেন তিনি। এ নিয়ে তোলপাড় শুরু হয় নেটদুনিয়ায়। এবার একটি ভাইরাল হওয়া ভিডিও নিয়ে বসিরহাটের এই সংসদ সদস্যকে তুলোধোনা করেছেন নেটিজেনরা। কী এমন করেছেন নুসরাত যে তার ভিডিও নিয়ে হচ্ছে এত তোলপাড়! যশ দাশগুপ্তের সঙ্গে নুসরাতের এক লিপলকের অন্তরঙ্গ ভিডিও ভাইরাল হয়েছে। অনেকেরই প্রশ্ন, ব্যক্তিগত ভিডিও কেন সামাজিক মাধ্যমে। অনেকেই আবার টেনে এনেছেন নায়িকার রাজনৈতিক পরিচয়ও। নুসরাত বসিরহাটের সংসদ সদস্য, একজন জনপ্রতিনিধি। তার অন্তরঙ্গ ভিডিও যে অনেকেই ভালোভাবে নেবেন না, সেকথা মনে করিয়ে দিয়েছেন কেউ কেউ।

তবে প্রশ্ন হলো, নুসরাতের ভিডিও ভাইরাল কারা করেছেন। কোথা থেকেই সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ল। জানা গেছে, নুসরাত ও যশের একটি পার্টির ভিডিও ছিল সেটি। গেল বছরকে বিদায় জানাতে এক পার্টিতে মেতে উঠেছিলেন তারা। ভালোবেসে হঠাৎই নুসরাতকে চুমু খেয়ে বসেন যশ। নুসরাতও দেন সাড়া। এই ছবি শেয়ার করা হয়েছে এক ফ্যান ক্লাবের পক্ষ থেকে। যা পুনরায় শেয়ার করেছেন নুসরাত নিজেই। কটাক্ষকে পাত্তা দিতে নারাজ নুসরাত। সাহসী ছবিই হোক বা ব্যক্তিগত জীবন নিয়ে নানা রটনা ট্রলিং যে তার জীবনে খুব একটা প্রভাব ফেলে না সেকথা স্পষ্টভাবে আগেও জানিয়েছেন তিনি। তবে, এমন কা- নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ব্যক্তিজীবন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করার অনুরোধ জানিয়েছেন অনেকেই।