January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 12th, 2024, 8:01 pm

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী মৌসুমী নাগ

অনলাইন ডেস্ক :

ছোট পর্দার অভিনয়শিল্পী মৌসুমী নাগ কন্যাসন্তানের মা হলেন। গত ১০ মার্চ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। গত রোববার সকালে গণমাধ্যমকে মা হওয়ার খবরটি নিশ্চিত করেছেন মৌসুমী নাগ। প্রেমের সম্পর্কের পর ২০১০ সালের অক্টোবরে অভিনয়শিল্পী শোয়েবের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেন মৌসুমী নাগ।

২০১৫ সালে তাদের সংসারে প্রথম পুত্রসন্তান জন্ম নেয়। নবজাতকের নাম প্রসঙ্গে মৌসুমী জানান, ‘আমার ছেলে তার বাবাসহ সিনেমা হলে অ্যাভাটার মুভি দেখেছিল। এই ছবি এবং নীতিরি চরিত্রটা তার খুব পছন্দের হয়ে ওঠে। তাই নীতিরি নামটাই বোনের নাম হিসেবে সিলেক্ট করেছে। এটা তার ডাক নাম। তবে আমরা সবাই মিলে পুরো নামটা পরে ঠিক করব।’ ছোট পর্দা দিয়ে বিনোদন অঙ্গনে কাজ শুরু করা মৌসুমী নাগ বিজ্ঞানচিত্রেও কাজ করেছেন। ‘রান আউট’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায়ও তাঁর অভিষেক ঘটে।