January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 5th, 2023, 8:00 pm

কয়লার সংকটে পায়রা পাওয়ার প্ল্যান্টের কার্যক্রম বন্ধ

ফাইল ছবি

বিপিডিবি কর্মকর্তারা জানিয়েছে ঢাকা শহর এবং অন্যান্য জায়গায় ইতোমধ্যেই তীব্র লোডশেডিংকে আরও খারাপ করার মধ্যেই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম আজ দুপুর ১২টা ৫মিনিটে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

তারা জানান, পায়রা বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ থাকায় সোমবার দুপুর ১২টায় দেশে লোডশেডিং বেড়ে ২ হাজার ৬৭৫ মেগাওয়াটে হয়েছে, যা রবিবার ছিল ২ হাজার ২৮৭ মেগাওয়াট।

বিপিডিবির একজন কর্মকর্তা জাতীয় লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) তথ্য উল্লেখ করে বলেছেন, এর অর্থ হলো পায়রা পাওয়ার প্ল্যান্টের কার্যক্রম বন্ধ হওয়ার কারণে দেশ আরও ৩৮৮ মেগাওয়াট অতিরিক্ত লোডশেডিংয়ের কবলে পড়ল।

তিনি বলেন, আজ দুপুর ১২টায় দেশে ১৪ হাজার ৯০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে ১২ হাজার ৯৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

এনএলডিসির সন্ধ্যার পূর্বাভাস দেখায় যে দেশের চাহিদা ১৫ হাজার ৮০০ মেগাওয়াটে যাবে যখন উৎপাদন ১৪ হাজার ৪০০ মেগাওয়াট হবে বলে আশা করা হচ্ছে।

তবে, কর্মকর্তারা বলেছেন যে সন্ধ্যার সর্বোচ্চ সময়কালে দেশটি সাড়ে ৩ হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং হতে পারে।

—-ইউএনবি