অনলাইন ডেস্ক :
বলিউড অভিনেত্রী-নৃত্যশিল্পী নোরা ফাতেহি। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। তার শারীরিক অবস্থাও ভালো না। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম স্টোরিতে নোরা লিখেছেন, ‘আমি ভালো নেই। এই মুহূর্তে কোভিডের সঙ্গে যুদ্ধ করছি। করোনা আমাকে কাবু করে দিয়েছে। চিকিৎসকরা দেখছেন, বিছানা ছেড়ে উঠতেই কষ্ট হচ্ছে। করোনা খুব দ্রুত ছড়াচ্ছে। ব্যক্তিভেদে এর প্রভাব ভিন্ন। আমার ওপর এর প্রভাব মারাত্মক। দয়া করে সবাই সাবধানে থাকবেন।’ সম্প্রতি গুরু রান্ধওয়ার সঙ্গে নোরার ‘ড্যান্স মেরি রানি’ মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে। এজন্য গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গার এর প্রচারে অংশ নিয়েছেন। ধারণা করা হচ্ছে, এই সময়েই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নোরা। যদিও অসুস্থ হওয়ার পর থেকে আর বাইরে বের হননি তিনি। এদিকে নোরা ফাতেহি কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর থেকে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই অভিনেত্রীও তার পক্ষ থেকে সকল সহযোগিতা করছেন। চলতি বছরের মাঝামাঝি সময়ে বলিউডের অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন। মাঝে এর সংখ্যা কম থাকলেও সম্প্রতি তালিকায় কয়েকজন যোগ হয়েছেন। অভিনেত্রী কারিনা কাপুর থেকে শুরু করে অর্জুন কাপুর, রিয়া কাপুরও এই তালিকায় আছেন।
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত