January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 4th, 2022, 7:31 pm

করোনামুক্ত হলেন সুগা

অনলাইন ডেস্ক :

করোনামুক্ত হলেন জনপ্রিয় ব্যান্ড বিটিএসের সদস্য সুগা। তিনি এখন সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন বলে জানা গেছে। সোমবার বিগ হিট মিউজিকের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ড এ তথ্য প্রকাশ করেছে। কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, সুগাকে সোমবার দুপুরে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন থেকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি এখন করোনা থেকে পুরোপুরি সুস্থ। এই র্যাপার লস অ্যাঞ্জেলেস থেকে দেশে ফিরে আসার পর গত ২৪ ডিসেম্বর করোনা পজিটিভ শনাক্ত হন। সেখানে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শুরু পর্যন্ত বড় কিছু লাইভ কনসার্টে অংশ নিয়েছিল বিটিএস। তার এজেন্সির মতে, সুগা সম্পূর্ণ টিকা নিয়েছিলেন এবং তার কোনো গুরুতর উপসর্গ দেখা যায়নি। পর্যাপ্ত বিশ্রামে থাকায় তিনি সুস্থ হয়ে উঠেছেন।