January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 3rd, 2022, 8:17 pm

করোনার ঊর্ধ্বগতি: বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধি

ফাইল ছবি

করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ বাড়তে থাকায় সরকার আরোপিত বিধিনিষেধের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় পূর্বঘোষিত বিধিনিষেধ আগামী ৭ থেকে ২১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে।

এ সময় সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় বা রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি জনসমাবেশ করা যাবে না। এ সব ক্ষেত্রে যোগদানকারীদের অবশ্যই করোনার টিকা সনদ বা ২৪ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর সার্টিফিকেট আনতে হবে।

এতে আরও বলা হয়, এ সময় সব স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে।

—ইউএনবি