January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, June 10th, 2022, 8:21 pm

করোনায় আক্রান্ত উইলিয়ামসন

অনলাইন ডেস্ক :

নিউজিল্যান্ড দলে আরও বড় ধাক্কা। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। এই ব্যাটারকে যেতে হয়েছে পাঁচ দিনের আইসোলেশনে। বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। শুক্রবার (১০ জুন) ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নামতে যাচ্ছে কিউইরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সফরকারীরা হারালো দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে। ম্যাচের ঠিক আগমুহূর্তে উইলিয়ামসনের কোভিড ধরা পড়ে। তিনি পাঁচ দিনের আইসোলেশনে চলে যাওয়ায় স্বাভাবিকভাবেই ট্রেন্ট ব্রিজ টেস্ট খেলা হচ্ছে না তার। তার জায়গায় কিউইদের নেতৃত্ব দেবেন টপ অর্ডার ব্যাটার টম ল্যাথাম। আর স্কোয়াডে যোগ করা হয়েছে অভিজ্ঞ ওপেনার হামিশ রাদারফোর্ডকে। এই ব্যাটার ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টিতে খেলছিলেন। নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘এটা খুবই দুঃখজনক ব্যাপার যে কেনকে বাধ্য হয়ে সরে যেতে হয়েছে এবং সেটা এ রকম একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে। ওর জন্য আমাদের খারাপ লাগছে। আমরা জানি ব্যাপারটা ওর জন্য কতটা হতাশার।’ এর আগে চোটে ছিটকে গেছেন অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। আর ম্যাচের আগমুহূর্তে উইলিয়ামসনের এই খবর, নিশ্চিতভাবেই দুশ্চিন্তার মেঘ জমাট বেঁধেছে নিউজিল্যান্ড ক্যাম্পে। তাছাড়া প্রথম টেস্টের ফলও তাদের পক্ষে আসেনি। লর্ডস টেস্ট হেরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করেছে কিউইরা।