চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে বাবা ও ছেলে নিখোঁজ হয়েছেন। রবিবার ভোর ৫টার দিকে কর্ণফুলি নদীর এভারগ্রীন ঘাট এলাকায় ডিঙ্গি নৌকা উল্টে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন- পটিয়ার কোলাগাঁও গ্রামের তপন দাস (৪২) ও তার ছেলে সমীর দাস (১৫) ।
তাদের উদ্ধারে সকাল ৯টা থেকে নদীতে তল্লাশী চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নন্দনকানন স্টেশনের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, ভোরের দিকে বাবা ছেলেসহ তিনজন জাল দিয়ে মাছ শিকারে যায় কর্ণফুলি নদীতে। এসময় ছেলে সমীর নদীতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে নৌকা উল্টে নদীতে পড়ে যান বাবা তপন দাস।
—ইউএনবি
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২