জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া):
পটুয়াখালীর কলাপাড়ায় প্রাথমিক শিক্ষাস্তরকে আধুনিকায়ন করার লক্ষ্যে শিক্ষকদের আইসিটি প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় বংলাদেশ প্রাথামিক শিক্ষক সমিতি উপজেলা কার্যলয়ে এ কর্যক্রমের উদ্বোধন করা হয়। সমিতির ভারপ্রপ্তা সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাবিবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতা নন্দ দাস,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সিমা, উপজেলা রিসোর্সট সেন্টারের ইনেস্পেক্টর মো.হেমায়েত উদ্দিন।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক এস এম মোশাররফ হোসেন, পৌর কাউন্সিলর মো.মাহাবুবুল আলম,উপজেলা প্রাথমিক শিক্ষাক সমিতির উপদেষ্টা এস এম আবুল হোসেন,শিক্ষক এস এম ফকর উদ্দিন ও শিক্ষিকা সানজিদা রহমান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক জহিরুল ইসলাম আরশেদ ও মাহামুদ আলম পলাশ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
উল্লখ্য প্রথম পর্যায়ে ৩০ জন শিক্ষকে ৪৫ দিন ব্যাপী আইসিটি প্রশিক্ষন দেয়া হবে। পর্যায়ক্রমে সকল শিক্ষক শিক্ষিকা এ প্রশিক্ষনে অংশ নিতে পারবে।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২