January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 15th, 2021, 8:53 pm

‘কাগজের বিয়ে’ প্রসঙ্গে মাহির সঙ্গে কথা হয়নি ইমনের

অনলাইন ডেস্ক :

সদ্য পদত্যাগ করা প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং নায়ক ইমনের ফোন রেকর্ড ফাঁস হলে দুজনই অস্বস্তিতে পড়েন। এরপর দুজনের মধ্যে আর কথা হয়নি। যদিও মাহি ওমরা পালন করতে সৌদি আরব যাওয়ার আগে ইমনের সঙ্গে ‘মাফিয়া’ ওয়েব ফিল্মের শুটিং করেছেন। এদিকে এই জুটিকে নতুন ওয়েব ফিল্ম ‘কাগজের বিয়ে’তে দেখা যাবে বলে জানা গেছে। নির্মাতা চয়নিকা চৌধুরী ইতোমধ্যেই দুজনরে সঙ্গে কথা বলে শুটিং শিডিউল ঠিক করেছেন। এ প্রসঙ্গে ইমন বলেন, ‘আগামী ১৭ ডিসেম্বর ‘কাগজের বিয়ে’ ওয়েব ফিল্মের শুটিং হবে। মাহি ঢাকা আসছে কিনা আমি জানি না। তার সঙ্গে আমার কথা হয়নি। পরিচালক জানিয়েছেন- এতটুকুই।’ ফোনালাপ ফাঁস হওয়ার পর থেকে ইমনের সঙ্গে মাহির কথা হয়নি বলে জানান ইমন। দ্বিতীয় বারের মতো জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন তারা।