অনলাইন ডেস্ক :
সমানতালে দক্ষিণী ও বলিউড সিনেমায় কাজ করে যাচ্ছেন অভিনেত্রী রাকুলপ্রীত সিং। আসছে বছরে হাফ ডজন সিনেমা মুক্তির তালিকায় রয়েছে তার। এ ছাড়া রাকুলের হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমার কাজ। বর্তমানে সিনেমাগুলোর শুটিং ও প্রচারণা নিয়ে বেশ ব্যস্ত এই অভিনেত্রী। সবচেয়ে অবাক করা বিষয় হলো কোনো বিরতি ছাড়া টানা ৪৫ দিন শুটিং করলেন ‘ছত্রিওয়ালি’ সিনেমার। তবে একইসঙ্গে এতগুলো সিনেমার কাজ করা এবং বিরতি না নেওয়া নিয়ে প্রশংসার পাশাপাশি নানা নেতিবাচক মন্তব্যও করছেন অনেকে। এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে রাকুল বলেন, ‘আমি কাজের ক্ষেত্রে বরাবরই আপোসহীন। চরিত্রের সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে প্রতিটি সিনেমা শুরুর আগে কঠোর পরিশ্রম করি। সেটা আপনারা আমার আগের সিনেমাগুলো দেখেছেন। তাছাড়া একটানা শুটিং করা আমার জন্য নতুন কিছু না। এর আগেও একাধিক সিনেমার শুটিং এভাবেই শেষ করেছি। এক সিনেমার শুটিংয়ের মাঝে অন্য সিনেমার শুটিং করতে গেলে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু একটানা কাজ করলে চরিত্রটির ভেতরে থাকা যায়।’ অন্যান্য তারকাদের ওটিটির কাজে দেখা গেলে রাকুলকে দেখেননি দর্শকরা। তাকে কবেওয়েব সিরিজে দেখা মিলবে?Ñএমন প্রশ্নে বাকুল আরো বলেন, ‘অবশ্যই ওটিটি কাজের ক্ষেত্র প্রসারিত করেছে। চ্যালেঞ্জিং চরিত্র পেলে আমিও এখানে কাজ করব। কারণ মাধ্যমটি তো সবার জন্য উন্মুক্ত।’ সাক্ষাৎকারটিতে তাকে নিয়ে বহুল চর্চিত প্রেম-বিয়ে নিয়েও প্রশ্ন করা হয়। এ নিয়ে তিনি বলেন, ‘সময় হলেই বিয়ের বিষয়ে সবাইকে জানাবো। বিয়ে নয়, আপাতত কাজ করতে চাই।’
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত