January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 25th, 2023, 8:40 pm

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া শুরু করতে পারে ভারত

অনলাইন ডেস্ক :

কানাডায় কূটনীতিকদের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হতে দেখলে ভারত কানাডার নাগরিকদের ভিসা দেওয়া শুরু করতে পারে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নিরাপত্তা হুমকির কারণে কানাডার মিশনে কাজে বিঘœ সৃষ্টির কথা বলে সেপ্টেম্বরে কানাডা থেকে ভিসা দেওয়া বন্ধ রাখে ভারত। খালিস্তানপন্থি নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকান্ডে ভারতের জড়িত থাকার অভিযোগ নিয়ে ভারত ও কানাডার মধ্যে বিরোধ চলে আসছে। সেপ্টেম্বরের শুরুর দিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজ্জারকে হত্যার ঘটনায় ভারতের জড়িত থাকার অভিযোগ করেন। ভারত ঐ অভিযোগ অস্বীকার করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে টানাপোড়েন শুরু হয় এবং ভারত ভিসা দেওয়া বন্ধ করে।

কানাডায় ভারতীয় কূটনীতিকরা হুমকি ও ভয়ের পরিবেশে আছে বলেও ভারত অভিযোগ করে। অটোয়া এর আগে বলেছে, তারা কূটনীতিকদের নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্ব সহকারে নিয়েছে। তবে তারা কানাডায় ভারতীয় কূটনীতিকদের হুমকির মধ্যে থাকার ভারতের অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। সেপ্টেম্বরে কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্মায়িকভাবে বন্ধের ঘোষণা দেওয়ার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছিলেন, কানাডার হাই কমিশন এবং কনস্যুলেটগুলো হুমকি পেয়েছে। এতে তাদের স্বাভাবিক কাজ ব্যাহত হয়েছে। কানাডার হাই কমিশনও বলেছে, তাদের কয়েক জন কূটনীতিক কয়েকটি স্যোশাল মিডিয়া প্ল্যাটফরমে হুমকি পেয়েছে।