January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 3rd, 2023, 8:08 pm

কার বিরহে বিলীন হতে চান প্রভা

অনলাইন ডেস্ক :

আবারও কাজে ফিরেছেন সাদিয়া জাহান প্রভা। মাঝে তিন মাস নিয়েছিলেন বিরতি। ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রী সম্প্রতি রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে করলেন খ- নাটকের শুটিং। নাম ‘তোমারি বিরহে রহিব বিলীন’। জহির করিমের রচনায় এটি পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র।

‘তোমারি বিরহে রহিব বিলীন’ নাটকে বেলা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রভাকে। তার বিপরীতে থাকছেন অভিনেতা জাহের আলভী। প্রভার ভাষ্য, ‘রানা ভাই ও সুব্রত দাদার সঙ্গে সম্পর্কটা আসলে দীর্ঘদিনের। এই টিমটি আমার কাছে পারিবারিক একটি টিম। যারা আমাকে বুঝতে পারে। যে কারণে এ নাটকে কাজ করা।

জহির করিম ভাইয়ের লেখা গল্পও আমার খুব ভালোলাগার। সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে, এ কাজটি করা।’ বিরতি প্রসঙ্গে তার বক্তব্য, ‘আমি মাঝে মাঝেই কাজে বিরতি নিয়ে থাকি। এটা একান্তই নিজের মতো করে সময় কাটানোর জন্য। যেন ফিরে এসে আরও মন দিয়ে কাজ করতে পারি।’ জানা যায়, শিগগির নাটকটি প্রচার হবে কোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে।