January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 23rd, 2023, 8:25 pm

কিংসের গ্রুপে চট্টগ্রাম আবাহনী

অনলাইন ডেস্ক :

গত দুই আসরের মতো এবারও স্বাধীনতা কাপে একই গ্রুপে বসুন্ধরা কিংস ও চট্টগ্রাম আবাহনী। ‘ডি’ গ্রুপে তাদের সঙ্গী বাংলাদেশ নৌবাহিনী। আগের দুই আসরেই চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে বসুন্ধরা কিংস। ২০২১ সালে ৪-০ এবং গতবার জিতেছে ২-০ ব্যবধানে। একই গ্রুপে পড়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র ও আবাহনী লিমিটেড। ‘বি’ গ্রুপে তাদের সঙ্গে আছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি এবং বাংলাদেশ বিমান বাহিনী।

‘এ’ গ্রুপে বাংলাদেশ পুলিশ, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। ‘সি’ গ্রুপে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে ফর্টিস এফসি ও বাংলাদেশ সেনাবাহিনী। তিনটি ভেন্যুতে আগামী শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে স্বাধীনতা কাপের মূল পর্ব। ঢাকার মধ্যে বসুন্ধরা কিংস অ্যারেনা এবং অন্য দুটি ভেন্যু ঢাকার বাইরে। একটি গোপালগঞ্জের শেখ ফজলুক হক মনি স্টেডিয়াম, অন্যটি মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম। মৌসুম শুরুর এই টুর্নামেন্টে অংশ নেবে মোট ১৩টি দল। বাছাইপর্ব খেলে মূল পর্বে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী।

গ্রুপ এ: বাংলাদেশ পুলিশ, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন।
গ্রুপ বি: শেখ রাসেল ক্রীড়া চক্র, আবাহনী লিমিটেড ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।
গ্রুপ সি: মোহামেডান স্পোর্টিং ক্লাব, ফর্টিস এফসি ও বাংলাদেশ সেনাবাহিনী।
গ্রুপ: ডি: বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী, বাংলাদেশ নৌবাহিনী।