January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 9th, 2024, 3:29 pm

কিশোর রায় মনি জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

ষষ্ঠ উপজেলা নির্বাচনের ১ম ধাপে বুধবার জুড়ী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কিশোর রায় চৌধুরী মনি বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১৯ হাজার ৯১৮টি। নিকমতম প্রতিদ্বন্ধী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক আনারস প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ১৮৮টি ভোট। অপর প্রার্থী আমেরিকা প্রবাসী কবির উদ্দিন দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৩৬৩টি ভোট। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাস পেয়েছেন ৪ হাজার ৯৪০টি ভোট, পশ্চিম জুড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৯৯২টি ভোট, নাসির উদ্দিন কড়াই প্রতিকে পেয়েছেন ২১৭টি ভোট।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ (জুয়েল রানা) চশমা প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৩১৮টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী টিয়া পাখি প্রতীকের উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা আব্দুস শহিদ পেয়েছেন ১৩ হাজার ২৭৯টি ভোট।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বই প্রতীকের শেখরুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৭৬১টি ভোট, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তালা প্রতীকের প্রার্থী ইকবাল আহমদ পেয়েছেন ৫ হাজার ২৫৪টি ভোট, মাইক প্রতীকের শামিম আহমদ পেয়েছেন ২ হাজার ৮৭৯ ভোট, বৈদ্যুতিক বাল্ব প্রতীকের মোয়াজ জাকারিয়া শিপলু পেয়েছেন ২ হাজার ৬৩৩টি ভোট, টিউবওয়েল প্রতীকের রুবেল আহমদ পেয়েছেন ২ হাজার ১০৬টি ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিল্পী বেগম পেয়েছেন ২৯ হাজার ৫৬০টি ভোট। তার নিকমতম প্রতিদ্বন্ধী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা পেয়েছেন ১৯ হাজার ৭৭৯টি ভোট। অপর প্রার্থী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজিবুন খানম কলস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮২৯টি ভোট।

৮ মে বুধবার সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত এ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে উপজেলা হলরুমে ফলাফল সংগ্রহ ও তথ্য কেন্দ্র থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান এসব তথ্য জানান।