কুড়িগ্রামের নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরও একজন।
সোমবার (১৫ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কের পায়রাডাঙা পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তাইবুল ইসলাম (২৫) উপজেলার নুনখাওয়া ইউনিয়নের মাঝের চর এলাকার মো. উকিল আলীর ছেলে।
স্থানীয়রা জানান, নিহত তাইবুল দক্ষিণ ব্যাপারীর হাটের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে নাগেশ্বরীর দিকে যাওয়ার পথে পায়রাডাঙা পার হওয়ার পরেই অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পরে ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গে থাকা আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
নাগেশ্বরী থানার উপ-পরিদর্শক (এসআই) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলা হবে।
তিনি আরও বলেন, পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আহত যুবককে নাগেশ্বরী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
—-ইউএনবি
আরও পড়ুন
মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকের স্ত্রী-মেয়ে
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও