অনলাইন ডেস্ক :
আসছে হিমাদ্রি পর্ণার নতুন গান। বলিউডের তুমুল জনপ্রিয় গায়ক কুমার শানুর সঙ্গে একটি দ্বৈত গান করেছেন তিনি। গানের নাম ‘আমি বড় ভালোবাসি তোমায়।’ সম্প্রতি কলকাতায় এই গানের রেকর্ডের কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে ভিডিও নির্মাণের কাজ। কুমার শানুর সঙ্গে গান গাওয়ার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত তরুণ প্রজন্মের এই শিল্পী। হিমাদ্রিতা পর্ণা বলেন, ‘গানটি কুমার শানু প্রথম শুনেই রাজি হয়ে গিয়েছেন এবং আমাকে শিখিয়েও দিয়েছেন কিভাবে গাইতে হবে, কতটুকু গান কোথায় রাখতে হবে, সব কিছু।’
তিনি বলেন, ‘আমার অনেক সৌভাগ্য যে ওনার মতো মানুষের সাথে কোনো আয়োজনে থাকতে পেরেছি, যাদের গান শুনে বড় হয়েছি তাদের সাথে কিছু করার সুযোগ পেয়েছি।’ গানের কথা ও সুর করেছেন কলকাতার দোলন মৈনাক। পর্ণার প্লেব্যাক করা ‘রেডিও’ চলচ্চিত্রটি কলকাতার পঞ্চম বাংলাদেশ উৎসবে প্রদর্শিত হচ্ছে। এই সিনেমার গান গেয়ে কলকাতা থেকে প্রচুর প্রশংসা পাচ্ছেন বলে জানালেন।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত