January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 12th, 2022, 6:59 pm

কুলাউড়ায় সিআইডি পরিচয়ে প্রতারণা, অতঃপর গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার :

মৌলভীবাজারের কুলাউড়ায় সিআইডি অফিসার পরিচয়ে প্রতারণার অভিযোগে রাজু রবিদাস (২০) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ সেপ্টেম্বর) রাতে কুলাউড়া সদর ইউনিয়নের গাজীপুর চা বাগানের বালিছড়া লাইন এলাকা থেকে ওই প্রতারককে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে সিআইডি পুলিশের ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়। প্রতারক রাজু গাজীপুর চা বাগানের নতুন টিলা এলাকার মৃত পরেশ রবিদাসের ছেলে।
পুলিশ জানায়, রাজু দীর্ঘদিন যাবৎ সিআইডি পুলিশ অফিসার পরিচয় দিয়ে গাজীপুর চা বাগানের দরিদ্র মহিলাদের বিধবা ভাতা ও টাকা পয়সা দেওয়ার বিভিন্ন প্রলোভন দেখিয়ে লোকজনের সাথে প্রতারণা করে আসছিল।
রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই (নিরস্ত্র) নাঈমুল হাসান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে গাজীপুর চা বাগানের বালিছড়া লাইনের একটি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেক বলেন, গ্রেপ্তারকৃত আসামি রাজু’র বিরুদ্ধে থানায় প্রতারণা মামলা (নং- ১৪) দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।