January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 27th, 2023, 9:49 pm

কুষ্টিয়ায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রের এমডির গাড়িচালক হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিকিম কোম্পানির পরিচালকের গাড়িচালক সম্রাট (৩০) হত্যার প্রধান আসামি আব্দুল মমিনকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাতে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১২।

গ্রেপ্তার আব্দুল মমিন পাবনার ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদা মধ্যপাড়া গ্রামের মো. বাহাদুর খাঁ’র ছেলে।

র‌্যাব-১২র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মারুফ হোসেন পিপিএম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ঈশ্বরদীর মধ্য অরনকোলা রিফুজি কলোনীর আবু বক্কর সিদ্দিকের ছেলে সম্রাট হোসেন গত তিন বছর ধরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিকিম কোম্পানির পরিচালকের গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন। গত ২৩ মার্চ সম্রাট দায়িত্বপালন শেষে নিজ বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তার মোবাইলে ফোন দেয়। তখন ফোনটি বন্ধ পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরদিন কোম্পানির অন্য চালকদের কাছে নিহতের বাবা জানতে পারেন আগের দিন রাতে ডিউটি শেষে গাড়ি নিয়ে অফিস থেকে বেরিয়ে গেছে সম্রাট। তখন পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজির এক পর্যায়ে জানতে পারে সম্রাট বাঁশেরবাদা মধ্যপাড়ায় তার পূর্ব পরিচিত বন্ধু আব্দুল মমিনের বাসায় গিয়েছিলেন।

এতে আরও বলা হয়, গত ২৫ মার্চ রাতে কুষ্টিয়ার কুমারখালীর আড়িয়াবান্দা গ্রামের শিলাইদহ ঘাট থেকে সম্রাটের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে মমিনকে আসামি করে ঈশ্বরদী থানায় হত্যা মামলা করেন।

এরপর র‌্যাব-৩ এর সহযোগীতায় বাংলামোটর এলাকা থেকে রবিবার (২৬ মার্চ) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

—-ইউএনবি