অনলাইন ডেস্ক :
‘দিলবার’, ‘কোমরিয়া’, ‘ও সাকি সাকি’, ‘গারমি’সহ অনেক জনপ্রিয় গানে কোমর দুলিয়েছেন নোরা ফাতেহি। এবার নতুন গান নিয়ে হাজির হয়েছেন এই বলিউড অভিনেত্রী-নৃত্যশিল্পী। জন আব্রাহাম অভিনীত ‘সত্যমেভ জয়তে টু’ সিনেমার আইটেম গান ‘কুসু কুসু’। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে এটি। এতে বেলি ড্যান্সে ঝড় তুলেছেন নোরা। তার নাচে মুদ্ধ দর্শক। এখন পর্যন্ত ২ কোটির বেশিবার দেখা হয়েছে এই গান। ‘কুসু কুসু’ গানটি লিখেছেন তানিস্ক বাগচী। গেয়েছেন জারা এস খান ও দেব নেগী। ‘সত্যমেভ জয়তে টু’ সিনেমায় দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের গল্প তুলে ধরা হয়েছে। জন আব্রাহাম ছাড়াও এতে আরো আছেনÑ দিব্যা খোসলা কুমার, রাজীব পিল্লাই, অনুপ সোনি প্রমুখ। মিলাপ জাভেরি পরিচালিত সিনেমাটি আগামী ২৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন নোরা। তেলেগু ভাষার ‘টেম্পার’, ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘কিক টু’, বলিউডের ‘সত্যমেভ জয়তে’, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার গানে নেচে বিশেষ পরিচিত লাভ করেন তিনি।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব