জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :
সারাদেশের ন্যায় রংপুরের গঙ্গাচড়া উপজেলায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন (৭-১২ জানুয়ারি) উপলক্ষে অবহিতকরণ সভা মঙ্গলবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আসিফ ফেরদৌস। এ সময় মেডিকেল অফিসার ডাঃ শামীম সিদ্দিক, পরিবার পরিকল্পনা অফিসার হোসনে আরা, শিক্ষা অফিসার নাগমা শিলভিয়া খান, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহানাজ বেগমসহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারি, সাংবাদিকসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আসিফ ফেরদৌস সভায় জানান, ৫ থেকে ১৬ বছরের সকল শিশুকে কৃমি নাশক ঔষধ খাওয়ানো হবে। এ সুবিধার আওতায় সকল শিশুকে আনতে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ক্যাম্প করা হবে। এ জন্য আগে শিক্ষাপ্রতিষ্ঠানে বিষয়টি অবগত করা হয়েছে। এছাড়া নির্দিষ্ট ক্যাম্পসহ গুরুত্বপূর্ণ স্থানে ক্যাম্প করে শিশুদের কৃমি নাশক ঔষধ খাওয়ানো হবে।
আরও পড়ুন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ শূন্য আসনে ভর্তি ও সাক্ষাৎকার ১৫ জানুয়ারি
রংপুর অঞ্চলে ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে বোরো বীজতলা
বিএনপি নেতাকর্মীদের নামে ৩২টি মিথ্যা মামলা রাজনৈতিকভাবে নথিভুক্ত না হওয়ার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ- সংবাদ সম্মেলন