ঢাকার কেরানীগঞ্জে একটি বাণিজ্যিক ভবনের গ্যাস পাইপ বিস্ফোরণে এক যুবক দগ্ধ হয়েছেন। শনিবার রাতে কেরানীগঞ্জের কালিগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
দগ্ধ শুকুর ব্যাপারী (২৭) শরিয়তপুর জেলার জাজিরা থানা এলাকার মোস্তফা ব্যাপারীর ছেলে। তিনি কালিগঞ্জের একটি গার্মেন্টসে চাকরি করেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, শনিবার রাতে কেরানীগঞ্জের কালিগঞ্জ এলাকায় একটি বাণিজ্যিক ভবনের গ্যাস পাইপে থেকে বিস্ফোরণ ঘটে। এ সময় এক যুবক দগ্ধ হয়। আহতকে ঢাকার শেখ হাসিনা বর্ন ইউনিট হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১১টার দিকে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাস পাইপির গ্যাস সংযোজক বন্ধ করে দেয়া হয়েছে।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, দগ্ধ শুকুরের শরীরের ৭০ ভাগ পুড়ে গেছে। তার অবস্থা গুরুতর।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন