ঢাকার কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুধবার দিবাগত রাতে এক নবদম্পতির মৃত্যু হয়েছে। দম্পতি ইসমাইল (২০) ও তার স্ত্রী কাজল আক্তার (১৮) উপজেলার আটি বাজার সুমন হাউজিং এলাকার বাসিন্দা।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর অর-রশিদ বলেন, এই দম্পতি ভাড়া বাসায় থাকতেন।
তিনি আরও বলেন, দিবাগত রাত ১২টার দিকে ভেজা হাতে একটি সুইচ স্পর্শ করলে কাজল বিদ্যুৎস্পৃষ্ট হন।
ওসি বলেন, তার স্বামী ইসমাইল স্ত্রীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে দুজনই গুরুতর আহত হন।
দম্পতিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন