অনলাইন ডেস্ক :
চিত্রনায়ক জায়েদ খান হেলিকপ্টারের সামনে পোজ দিয়ে তোলা একটি ছবি নিজের ফেসবুক আইডিতে দেন। ক্যাপশনে লেখেন, ‘মা-বাবার কাছে যাই।’ সোমবার (৪ ডিসেম্বর) দুপরে ছবিটি দেন তিনি। মূলত নিজ জেলা পিরোজপুরে গেছেন জায়েদ খান। সেখানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি। এর দুদিন আগে জায়েদ খান তার ফেসবুকে বাবা-মায়ের সঙ্গে একটা ছবি পোস্ট করনে। সঙ্গে তিনি লেখেন, ‘কতদিন দেখি না তোমাদের। কতদিন তোমরা জড়িয়ে ধরো না। গালে চুমু দেও না। ফোনে তোমাদের কল আসে না। আল্লাহ পৃথিবীর সব মা-বাবাকে ভালো রাখুক।’
এদিকে সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা মুক্তি পেয়েছে। এতে টিক্কা খানের চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান। সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। এছাড়া তার ‘সোনার চর’, ‘বাহাদুরী’সহ বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায়। বর্তমানে জায়েদ খান কলকাতার অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জির সঙ্গে জুটি বেঁধে ‘ছায়াবাজ’ নামের সিনেমার শুটিং করেছেন। সম্প্রতি তিনি বেশ কিছু পারফর্ম করেছেন। যেগুলো নিয়ে আলোচনায় আছেন এ নায়ক।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব