January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 11th, 2021, 7:01 pm

কোথায় হানিমুনে যাচ্ছেন ভিক্যাট?

অনলাইন ডেস্ক :

বৃহস্পতিবার বিয়ে করেছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তারপর শুক্রবার তড়িঘড়ি করে মুম্বাই ফিরেছেন নবদম্পতি। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই দুজনে কাজে ফিরবেন। তবে কি মধুচন্দ্রিমায় যাচ্ছেন না তারকা দম্পতি? এই নিয়ে সবার মনে উঠেছে প্রশ্ন। সিনেমার শ্যুটিং এর কাজ শেষ হওয়ার পর লম্বা ছুটি নিয়ে হানিমুনে যাবেন ভি-ক্যাট। হানিমুনে ইউরোপে যাওয়ার কথা রয়েছে তাদের। তবে ইউরোপের একটি বা দুটি দেশ নয়, গোটা মহাদেশ ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে তাদের। ইউরোপের কয়েকটি দেশে টানা ২ মাস হানিমুন সারবেন ভিক্যাট। তাই একবারে সিনেমার শ্যুটিং এর পাঠ চুকিয়ে যাবেন তারা। বলিউডের এই তারকা দম্পতির বিয়ে নিয়ে গুঞ্জন ছিলো অনেক বেশি। রাজস্থানের বারওয়ারা ফোর্টে সাত পাকে বাঁধা পড়েছেন তারা। পাঞ্জাবি রীতিতে সম্পন্ন হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়েতে দুই পরিবারের সদস্যসহ ভিক্যাটের পছন্দের মানুষজন উপস্থিত ছিলেন।