January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 31st, 2021, 7:36 pm

কোনো অজুহাতে স্বাস্থ্য সেবা ব্যাহত করা যাবে না: স্বাস্থ্য সচিব

স্বাস্থ্য মস্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া বলেছেন, কোনো অজুহাতেই স্বাস্থ্য সেবা ব্যাহত করা যাবে না।

তিনি বলেন, ‘স্বাস্থ্য সরঞ্জাম ও যন্ত্রপাতি নষ্ট বলে রোগীদের ফিরিয়ে দেয়া যাবে না। যদি ক্লিনিকের যন্ত্র ঠিক থাকতে পারে তাহলে সরকারি হাসপাতালের সকল স্বাস্থ্য সরঞ্জামও ঠিক থাকতে হবে।’

শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুরের ফরিদপুর জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে সচিব এসব কথা বলেন।

চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সরকার আপনাদের সকল সুযোগ সুবিধা দিচ্ছে, তাহলে মানুষ কেনো আপনাদের কাছ থেকে সর্বোচ্চ সেবা পাবে না। তাছাড়া সরকারি হাসপাতাল ধনীদের জন্য নয়, সাধারণ খেটে খাওয়া মানুষের সেবার দেয়া জন্য।’

সচিব বলেন, ‘সাধারণ মানুষের ট্রেক্সের টাকায় আমাদের বেতন হয়, বর্তমান সরকার বঙ্গবন্ধু কন্যা আমাদের বেতন ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা আগের চেয়ে বৃদ্ধি করেছে, তাহলে আমরা কেনো সেবার মান বাড়াবো না। ’

করোনার টিকার প্রসঙ্গে তিনি বলেন, টিকার কোন ঘাটতি নেই, তবে অনেকেই এখনও টিকা না নেয়ায় আমরা উদ্বিগ্ন, আগামী দুই সপ্তাহের মধ্যে জেলার সকলকে প্রথম ডোজ টিকার দেয়ার বিষয়ে স্বাস্থ্যকর্মী, প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে সঙ্গে নিয়ে নাগরিকদের টিকাগ্রহণের বিষয়টি নিশ্চিত করতে হবে।

এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, সিলিভ সার্জন ডা. ছিদ্দিকুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান, স্বাস্থ্য প্রকৌশলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মনিরুজ্জামান মোল্লা, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক দীপক রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান প্রমুখ তার সঙ্গে ছিলেন।

—ইউএনবি