January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 14th, 2022, 1:02 pm

কোভিড-১৯: বিশ্বে মৃত্যু ৫৮ লাখ ১৫ হাজার ছাড়িয়েছে

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বব্যাপী ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কের মাঝে করোনায় মৃত্যু ৫৮ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪১ কোটি ১৫ লাখ ৯২ হাজার ৯৭৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৫৮ লাখ ১৫ হাজার ২১৯ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৭৭ লাখ ৩৫ হাজার ৬৮ জন এবং মৃত্যুবরণ করেছে নয় লাখ ১৯ হাজার ৬৪০ জন।

ইউরোপের দেশ রাশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৩৯ লাখ ২৩ হাজার ৯৫১ জন এবং মৃত্যুবরণ করেছে তিন লাখ ৩৩ হাজার ৪২১ জন।

এদিকে বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে চলমান করোনার প্রকোপে এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে চার কোটি ২৬ লাখ ৩১ হাজার ৪২১ জন এবং মারা গেছে পাঁচ লাখ আট হাজার ৬৬৫ জন।