অনলাইন ডেস্ক :
শাহরুখ খানের দ্বিতীয় সন্তান সুহানাকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। নিউ ইয়র্কে পড়াশুনার পাঠ চুকিয়ে সুহানা এখন মুম্বাইয়ে। সম্প্রতি আইপিএলের নিলামে কেকেআরের প্রতিনিধি হয়ে অংশ নেন সুহানা। সঙ্গে হাজির ছিল সুহানার বড় ভাই আরিয়ানও। বলিউডের জনপ্রিয় ডিজাইনার মনীশ মালহোত্রার একাধিক ফটোশুটে অংশ নিয়ে নজর কেড়েছেন সুহানা। এবার অন্য কারণে খবরের শিরোনাম হয়েছেন সুহানা। সম্প্রতি গাড়ির মধ্যে তাকে ক্যামেরাবন্দী করেছেন পাপারাজ্জিরা। সেসময় সুহানার পাশে এক যুবককেও দেখা গেছে। পাপারাজ্জির দল ছবি তোলা শুরু করতেই দু’জন হাত দিয়ে মুখকে আড়াল করার চেষ্টা করেন। এতে সেই যুবককে নিয়ে নানা গুঞ্জন সামনে আসছে। কেউ কেউ বলছেন, সেই যুবক সুহানার প্রেমিকও হতে পারে। লন্ডন ও নিউ ইয়র্কে পড়াশুনা করেছেন সুহানা। সেসময় মঞ্চে অভিনয়ও করেছেন শাহরুখ কন্যা। খুব শিগগিরই হয়তো বলিউডে অভিষেক হতে পারে তার। জোয়া আখতারের পরের ছবিতে সুহানাকে দেখা যেতে পারে এমন গুঞ্জন রয়েছে।
আরও পড়ুন
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত