রমজান উপলক্ষে শুক্রবার (২৯ মার্চ) থেকে খুলনা জেলা প্রাণিসম্পদ দপ্তর সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি শুরু করেছে।
খুলনা জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের নিজস্ব কার্যালয়ে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এই কর্মসূচির উদ্বোধন করেন।
মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, প্রতিদিন ৬০ টাকা কেজি দরে দুধ ও প্রতিটি ডিম ১০ টাকায় বিক্রি কার্যক্রম চলবে।
তিনি আরও বলেন, কৃষি পণ্যের পাশাপাশি ডিম, দুধসহ বিভিন্ন পুষ্টিকর খাদ্য সর্বসাধারণের কাছে পৌঁছে দিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
মেয়র বলেন, উৎপাদনকারী ও ব্যবসায়ীরা যদি স্বল্প মুনাফায় ব্যবসা করে তাহলে বাজারে কৃত্রিম সংকট তৈরির সুযোগ থাকে না।
খালেক আরও বলেছেন, দেশের কৃষি ও প্রাণিজ সম্পদের অনেক উন্নতি সাধিত হয়েছে। কৃষিপণ্যের মূল্য এখন নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।
মেয়র সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রণিসম্পদ অধিদপ্তরের এই উদ্যোগে সাধারণ মানুষ উপকৃত হবে।
বিষয়টি বিবেচনায় রেখে এ কর্মসূচি দীর্ঘায়িত করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
—-ইউএনবি
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২