নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ঈদে উত্তরবঙ্গের মানুষের ঘরে ফেরা নির্বিঘ্ন করতে সিরাজগঞ্জে নবনির্মিত নলকা সেতুর ঢাকাগামী লেনটিও খুলে দেওয়া হয়েছে। লেনটি খুলে দেওয়ার কারণে উত্তরের ২২ জেলার মানুষের কর্মস্থলে ফিরতে যানজটের ভোগান্তি কমার সঙ্গে সঙ্গে সহজ হবে ঈদযাত্রাও। সোমবার (৪ জুলাই) সকালে জনসাধারণ ও যানবাহন চলাচলের জন্য ওই সেতুর ঢাকামুখী লেনটি খুলে দেওয়া হয়। এসময় সাসেক-২ এর প্রজেক্ট ম্যানেজার মো. এখলাস উদ্দিন ও হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ঈদুল ফিতরের আগে চলতি বছরের ২৫ এপ্রিল নবনির্মিত নলকা সেতুর উত্তরবঙ্গগামী লেনটি খুলে দেওয়া হয়েছিল। এতে অন্যান্য বছরের চেয়ে গত ঈদে ঘরে ফেরা মানুষের ঈদযাত্রা অনেকটা ভোগান্তিমুক্ত ছিল। সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জাহিদুর রহমান বলেন, সড়ক ও জনপথ বিভাগের সচিবের নির্দেশে নবনির্মিত নলকা সেতুর ঢাকাগামী লেনটি খুলে দেওয়া হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান বলেন, গতকাল সোমবার নলকা নবনির্মিত সেতুর ঢাকাগামী লেনটিও খুলে দেওয়ায় হয়েছে। এই লেনটি খুলে দেওয়ায় ঈদুল ফিতরের মতো কোরবানির ঈদেও হাটিকুমরুল গোলচত্বর এলাকাসহ হাইওয়ে থানার আওতাভুক্ত রাস্তায় কোনো যানজট হবে না। তিনি আরও বলেন, গত ঈদের মতো এবারের ঈদযাত্রা নির্বিঘœ করতে মঙ্গলবার থেকে মহাসড়কে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। সিরাজগঞ্জ ট্রাফিক পরিদর্শক সালেকুজ্জামান খান জানান, ঈদে ঘরেফেরা মানুষের যাত্রা সুন্দর ও নিরাপদ করতে এরইমধ্যে জেলা ট্রাফিক বিভাগ ও জেলা পুলিশের ৫৬৭ জন সদস্য মোতায়েন করা হয়েছে। তারা গতকাল সোমবার সকাল ৬টা থেকে মহাসড়কে দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী