অনলাইন ডেস্ক :
কলকাতার নায়ক, নায়িকারা পূজার আগে নানা রকম ব্র্যান্ডের ফটোশুটে অংশ নেন। মিষ্টি থেকে শুরু করে বাহারি পোশাক-গয়না, সব রকম পণ্যের মডেলিং করতেই দেখা যায় তাদের। অনেকে আবার পূজার সাজে নানা রকম ছবিতে হাজির হন। এরমধ্যে অভিনেত্রী পায়েল সরকার আলোচনার জন্ম দিয়েছেন খোলা পিঠের ছবি প্রকাশ করে। রোববার ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করেন পায়েল। সেখানে সাদা লাল শাড়িতে সেজেছেন নায়িকা। কোঁকড়ানো খোলা চুল, নাকে বড় নাকছাবি, হাতে গলায় সোনালি রঙের গয়না, কপালে লাল টিপ। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন ‘ভালোবেসে সখী নিভৃতে যতনে, আমার নামটি লিখো…’ অনুরাগীরা ভালবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন এই ছবি, কেউ বলেছেন মা দূর্গা, কেউ আবার পরমসুন্দরী বলে কাবু হয়েছেন নায়িকার রূপের ছটায়। প্রকাশ্যে বিয়ের প্রস্তাব দিয়েছেন নায়িকাকে। নিন্দুকেরাও ছাড়েননি পায়েলকে, বলেছেন তিনি এখনও বিজেপিতে আছেন নাকি তৃণমূলে যোগ দিলেন। যদিও নায়িকা পজেটিভ ভাইবসে বিশ্বাসী। তিনি এ হেন কমেন্ট বুদ্ধিমত্তার সঙ্গে এড়িয়ে গিয়েছেন। সব ভুলে পূজার আগে কাজে মন দিয়েছেন তিনি।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত