জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):
রংপুরের গঙ্গাচড়ায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এরপর একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল। সহকারী শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপনের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার।
আরো বক্তব্য রাখেন গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, এসআই জনক চন্দ্র রায়, এনজিওর পক্ষে ইসলামিক রিলিফের প্রতিনিধি রেজাউল করিম। এছাড়া কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা নারী দিবসের উপর উদ্বোধনী সংগীত পরিবেশন করে। দি হাঙ্গার প্রজেক্ট, ইসলামিক রিলিফ, ওয়ার্ল্ড ভিশন, গ্রাম বিকাশ কেন্দ্র, ব্র্যাক ও ইএসডিও এর অংশগ্রহণে নারী দিবসের সকল কর্মসূচীতে বিভিন্ন পর্যায়ের নারীগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২