January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 7th, 2023, 3:32 pm

গঙ্গাচড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :

মজবুত হলে পুষ্টির ভিত স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত এ প্রতিপাদ্যে রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের (৭-১৩ জুন) বুধবার (৭ জুন) উদ্বোধন করা হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে এবং গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি নাহিদ তামান্নার সভাপতিত্বে আলোচনা সভায় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ঘোষনা করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উপদেষ্টা জনাব রুহুল আমিন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডাঃ আসিফ ফেরদৌস পুষ্টি সপ্তাহের গৃহীত কার্যক্রম উপস্থাপন করেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উপদেষ্টা মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, সদস্য উপজেলা কৃষি অফিসার মারুফা ইফতেখার সিদ্দিকা, সদস্য উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার একেএম ফরিদুল হক প্রমুখ। এছাড়া পুষ্টি সমৃদ্ধ খাদ্য ও সবজির ভিটামিন সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাঃ শামীম সিদ্দিক। এ সময় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য, সহযোগী জানো প্রকল্পের প্রতিনিধি, পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে সহযোগী বিভিন্ন দাতা সংস্থা ও এনজিওর প্রতিনিধিগণ এবং স্বাস্থ্য বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।