January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 22nd, 2024, 3:39 pm

গঙ্গাচড়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বিপি দিবস পালন

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

রংপুরের গঙ্গাচড়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বিপি দিবস পালন করা হয়েছে। “স্কাউটিং করি, স্মার্ট বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যে বাংলাদেশ স্কাউটস গঙ্গাচড়া উপজেলা এর আয়োজনে বৃহস্পতিবার দিবসটি উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিলো পতাকা উত্তোলন, প্রার্থনা সংগীত, র‌্যালি, স্কাউটিং মূল্যায়ন, দক্ষতা উন্নয়ন, দলীয় উপস্থাপনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জনাব আসাদুজ্জামান বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন। উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস গঙ্গাচড়া উপজেলার সভাপতি নাহিদ তামান্নার সভাপতিত্বে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কাব লিডার সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপনের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্কাউটস কমিশনার জনাব মতিয়ার রহমান, সম্পাদক আবুল কাশেম প্রমুখ। আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয়। সকালে উপজেলা পরিষদ মাঠে পতাকা উত্তোলন ও প্রার্থনা সংগীতের মাধ্যমে বিপি দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস সভাপতি নাহিদ তামান্না। এছাড়া উপজেলা পরিষদ হলরুমে স্কাউটিং মূল্যায়ন, দক্ষতা উন্নয়ন, দলীয় উপস্থাপনা অনুষ্ঠিত হয়। এতে সার্বিক দায়িত্ব পালন করেন গ্রুপ সভাপতি এনামুল হক, কামরুজ্জামান, সহকারী কমিশনার (সংগঠন) মোরশেদ সারওয়ার জুয়েল, সহকারী কমিশনার (আইসিটি) রেয়াজুল ইসলাম, উপজেলা কাব লিডার সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপনসহ ইউনিট লিডারবৃন্দ। বিপি দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের স্পনসরে ছিলো গঙ্গাচড়ার এ ওয়ান সাউন্ড ও উৎসব ডেকোরেটর।