জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):
গঙ্গাচড়ায় শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা বুধবার মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না।
বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন, এমপি প্রতিনিধি ও জেলা পরিষদ সদস্য মমিনুর ইসলাম, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও জেলা পরিষদ সদস্য ক্ষ্যান্ত রানী রায়, সাধারণ সম্পাদক পরিতোষ রায় প্রমূখ।
সভায় ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ উপজেলার সকল পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২