জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া)
রংপুরের গঙ্গাচড়া উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা রোববার উপজেলা কন্ফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহায়তায় এবং ইএসডিও কর্তৃক বাস্তবায়নকৃত জয়েন্ট এ্যাকশান ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি এরশাদ উদ্দিন পিএএ। সভায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উপদেষ্টা জনাব রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান ও পুষ্টি কমিটির উপদেষ্টা সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান ও পুষ্টি কমিটির উপদেষ্টা রাবিয়া বেগম উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের পক্ষে মেডিকেল অফিসার ডাঃ শামীম সিদ্দিক বিগত সভার রেজুলেশন পাঠ করেন। জানো প্রকল্পের এপিএম মাসুদ রানার সঞ্চালনায় প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার খোকন মিয়া। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য হিসেবে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও জানো প্রকল্পের ফিল্ড অফিসারগণ সভায় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে বিলুপ্ত পথে খেজুর গাছ ও রস!
প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন
রংপুরে নবানযোগ্য জ্বালানি প্রচারণা অনুষ্ঠিত