জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ৫ জন ও ২ জাতীয় পার্টির (জাপা) ২ জন বিদ্রোহী প্রার্থী হয়েছেন। তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করেছেন। গত ৭ ডিসেম্বর প্রতীক পেয়ে দলীয় ও অন্যান্য স্বতন্ত্র প্রার্থীর মতই মাঠে নেমেছেন তারা। যে ৫ জন আওয়ামীলীগের বিদ্রোহী হয়েছেন তারা হলেন গঙ্গাচড়া ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সদস্য বর্তমান চেয়ারম্যান আল সুমন আব্দুল্লাহ ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা। সুমন ঘোড়া প্রতীকে ও মোস্ত মোটরসাইকেল প্রতীকে লড়ছেন। আলমবিদিতর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরে আলম সিদ্দিকী সাজু স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক পেয়েছেন। মর্নেয়া ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সদস্য জিল্লুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল ও গজঘন্টা ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য মাহবুবার রহমান তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক পেয়েছেন। এছাড়া বড়বিল ইউনিয়নে আওয়ামীলীগের কোন পদে না থাকলেও নিজেকে আওয়ামীলীগের কর্মী হিসেবে পরিচয় দেওয়া গোলাম নবী কিবরিয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক পেয়েছেন। অন্যদিকে জাপার ২ জন বিদ্রোহী প্রার্থী হলেন মর্নেয়া ইউনিয়নে ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রেজাউল কবির রঞ্জু স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক ও বড়বিল ইউনিয়নে ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোকলেচুর রহমান বকসী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢোল প্রতীক পেয়েছেন। অপরদিকে বড়বিল ইউনিয়নে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে প্রচারণা করে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে ঘোড়া প্রতীক পেয়েছেন আব্দুল হাকিম হাফেজ।
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে বিলুপ্ত পথে খেজুর গাছ ও রস!
প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন
রংপুরে নবানযোগ্য জ্বালানি প্রচারণা অনুষ্ঠিত