January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 19th, 2021, 1:30 pm

গঙ্গাচড়ায় ইউপি নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দ্বায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও সকল পদে অংশগ্রহণকারী প্রার্থীদের সাথে পৃথকভাবে নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ ও আইন শৃঙ্খলা বিষয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক আসিব আহসান। উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম এর সভাপতিত্বে সভায় গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি.এম সাহাতাব উদ্দিন। আরো বক্তব্য রাখেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মধুসুদন রায়, অতিরিক্তি পুলিশ সুপার (এ-সার্কেল) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা,মডেল থানার অফিসার ইনর্চাজ সুশান্ত কুমার রায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা আইনুল হক প্রমুখ। আচরণ বিধির পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও রির্টানিং অফিসার সোহাগ। অতিথিবৃন্দ অবাধ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করেন।