জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :
রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ আবদুস সামাদ উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। অত্র বিদ্যালয় থেকে ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও দেশের বিভিন্ন সর্বচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। বুধবার (১১ জানুয়ারী) দুপুরে সংবর্ধনা প্রদান উপলক্ষে কোলকোন্দ আব্দুস সামাদ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুস সামাদ এর ছোট ছেলে ও ঢাকা ধানমন্ডি ইবনেসিনা হাসপাতালের এন, আই, সি ইনচার্জ ডাক্তার মোঃ শরিফুজ্জামান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক খলিলুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার দ্বীন ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সায়েদুজ্জামান সুজন। আরো বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম, অভিভাবক নওশা মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আব্দুর রহিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী রুবেল মিয়া, কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী শিরিন প্রমুখ। বক্তাগণ বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মরহুম আব্দুস সামাদের রুহের মাগফিরাত কামনা করে ও বিদ্যালয়ের এমপিও সহ সার্বিক উন্নয়নে অবদান রাখায় স্থানীয় জাতীয় সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা’র জন্য দোয়া ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় শিক্ষকবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২