রংপুর প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় গরীব দুখি মানুষ জাতে কষ্টে না থাকে, কেউ যেন খাবারের জন্য কষ্ট না পায় সে কথা সব সময় ভাবেন। এসব মানুষের সমস্য সমাধানের পথ খুঁজতে তাদের মুখে হাসি ফুটাতে এবং খাদ্য সহায়তা দিতে কারো সাথে পরামর্শ করেন না। প্রধানমন্ত্রী নিজের মেধা ও দক্ষতা দিয়ে তা সমাধান করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। করোনা কালীন সময়ে বিভিন্ন পেশা জীবি মানুষের জন্য নানা উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। যার অনেকগুলো বাস্তবায়ন হয়েছে আবার কিছু বাস্তবায়ন চলমান আছে। খাদ্য কষ্টের জন্য তিনি ৩৩৩ নম্বর চালু করেছেন। কল দিলেই খাদ্য পৌঁছানোর ব্যবস্থা করেছেন। রোববার (১২ সেপ্টেম্বর) গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা চাওয়া পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা এমপি। উপজেলা চত্তরে প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর অনুষ্ঠানে গেস্ট অভ অনারের বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল। সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়নের উপস্থাপনায় উপস্থিত ছিলেন গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার, সিনিয়র মৎস্য অফিসার দীপা রানী বিশ্বাস, কৃষি অফিসার শরিফুল ইসলাম। ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা চাওয়া ২০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর করা হয়।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২