January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 10th, 2022, 8:40 pm

গঙ্গাচড়ায় ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর :
গঙ্গাচড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তÍতি দিবস উদ্যাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়া ও আলোচনা সভা বৃহস্পতিবার (৯ মার্চ ) অনুষ্ঠিত হয়। “মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তÍতিতে গতিশীলতা” এ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর) এর আয়োজনে মহড়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ। গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মহড়া ও আলোচনা সভায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা নুরুল আজিজ, সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান, প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, ফায়ার সার্ভিসের ইনচার্জ মোজাম্মেল হক প্রমুখ। গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক কলা-কৌশল প্রদর্শন করে। এ সময় স্কাউট সদস্যরা সহযোগিতা করে।