January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 23rd, 2022, 5:41 pm

গঙ্গাচড়ায় শিশু শিক্ষার্থী নির্যাতন

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :

রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় শ্রেণি শিশু শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে গত ১৮ নভেম্বর উপজেলা দোলাগান্না মাটিয়ালপাড়া গ্রামে।
অভিযোগে জানা যায়, উপজেলার দোলাগান্না মাটিয়াল পাড়া গ্রামের মাছুদার রহমান ভুট্টুর ছেলে ও কাকন বিধি আনন্দলোক প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র আরাফাত হোসেন (৭) প্রতিদিনের ন্যায় পাড়ার ছেলেদের সাথে একই গ্রামের মিন্টু মিয়ার ছেলে হারুন মিয়ার বাড়ির সামনে খেলাধুলা করছিল। খেলাধুলারত শিশুদের চিল্লাচিল্লিতে হারুন মিয়া ক্ষীপ্ত হয়ে সকল শিশুকে শাসায় এবং গালি গালাজ করতে থাকে। শিশু শিক্ষার্থী প্রত্যুত্তর প্রতিবাদ করলে মিন্টু মিয়া, হারুন মিয়া, ফরহাদ মিয়া লাঠি দিয়ে এলোপাতারীভাবে মারপিট করে। হারুন মিয়া আরাফাতের কোমড়ে উপর্যুপুরি স্বজোরে ডাং মারিয়ে শিশু শিক্ষার্থী আরাফাতের মেরুদন্ডের হাড় ভেঙ্গে যায় এবং গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত হয়। ওই দিনেই আরাফাতকে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আরাফাতের অবস্থার বেগতিক দেখে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। কাকনবিবি আনন্দলোক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান এর সাথে মুঠোফোনো যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি শুনেছি। শিশু শিক্ষার্থীর উপর অমানষিক নির্যাতনের ঘটনা দুঃখজনক। শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। আরাফাতের বাবা মাছুদার রহমান জানান, পূর্ব শত্রুতার জের ধরে আমার ছেলে নির্যাতন করা হয়েছে। তিনি এ ঘটনায় মামলা করবেন বলে জানান। অভিযুক্ত হারুন মিয়া সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায় নাই।