জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :
রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা প্রশাসন ও যুব দুঃস্থ উন্নয়ন সংস্থা (ডাস) এর আয়োজনে পৃথকভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জৈষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামালের ৭৩তম জন্মদিন শুক্রবার (৫ আগষ্ট) পালন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ ক্যাপটেন শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ এর নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে বঙ্গবন্ধু ও শেখ কামালসহ বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদের আত্বার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। এছাড়া ডাস এর নির্বাহী পরিচালক চাঁদ মিঞার উদ্যোগে পরিষদ চত্ত্বরে ঔষধি ও ফলজ চারা গাছ রোপন করা হয়। এ সময় ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, ওসি দুলাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদসহ উপজেলার সরকারি সকল দপ্তর প্রধান এবং আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ গ্রহন করে।
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে বিলুপ্ত পথে খেজুর গাছ ও রস!
প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন
রংপুরে নবানযোগ্য জ্বালানি প্রচারণা অনুষ্ঠিত