জেলা প্রতিনিধি, রংপুর:
রংপুরের গঙ্গাচড়ায় সরকারিভাবে অভ্যন্তরিন আমন চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১লা ডিসেম্বর) উপজেলা খাদ্য গুদামে চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, খাদ্য কর্মকর্তা বিপ্লব কুমার সিংহ, প্রাণী সম্পদ কর্মকর্তা নুরুল আজিজ, সদ্যপদোন্নিপ্রাপ্ত উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমান, ওসিএলএসডি সাবিহা সুলতানা, মিলার আইয়ুব আলীসহ খাদ্য বিভাগের কর্মচারি ও মিলারগণ উপস্থিত ছিলেন। সরকার কর্তৃক নির্ধারিত মূল্য ৪০ টাকা কেজি ধরে ৫৩৮ মেট্রিকটন আমন চাল চুক্তিবদ্ধ ৫৭ মিলারের কাছ থেকে সংগ্রহ করা হবে। এদিকে ধান সংগ্রহের জন্য নিয়ম মোতাবেক কর্তৃপক্ষ গত ২৫ নভেম্বর লটারি করলেও বাজারে ধানের দাম বেশী হওয়ায় কৃষক ধান দিতে আগ্রহী হচ্ছেনা।
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী