January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 13th, 2022, 8:03 pm

গঙ্গাচড়ায় সরিষা ফসলের মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়ায় কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় বীজ উৎপাদন ব্লক প্রদর্শনীর বারি সরিষা-১৭ এর মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়। গঙ্গাচড়া কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তবায়নে দঃ কোলকোন্দ এসএমই কৃষক দলে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ডিডিএই অফিসের এডিডি (শস্য) কৃষিবিদ মো. মাহাবুবার রহমান। উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলামের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি অফিসার শরিফুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মোছা. মারুফা খাতুন, ইউপির সংরক্ষিত সদস্য সাথী বেগম, ইউপি সদস্য রাধাকান্ত বর্মন প্রমূখ। এ সময় উপসহকারী কৃষি অফিসার মো. তহিদুল ইসলাম, মোছা. শারমিন আকতার জাহান, এসএমই কৃষক দলের সদস্যসহ কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বারি সরিষা-১৭ এর প্রদর্শনী মাঠ পরিদর্শন করেন।