জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়ায় ৩ জন দরিদ্রকে জেলা প্রশাসকের মানবিক সহায়তা বক্সে দান কৃত অর্থ থেকে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্ত্বরে ওই ৩ দরিদ্রের প্রত্যেকে ২ বান্ডিল করে ঢেউটিন ও ৪ হাজার করে টাকা প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ও উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হক, সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন, পরিসংখ্যান কর্মকর্তা সোহাগ, ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, এমপি প্রতিনিধি মমিনুর ইসলাম, তথ্য সেবা কর্মকর্তা তাসলীম খুশবী সরকার, সহকারি প্রোগ্রামার (আইসিটি) নাজমীন নাহার,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ। উল্লেখ্য যে, গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ কর্তৃক স্থাপিত মানবিক সহায়তা বক্সে রংপুর জেলা প্রশাসক জনাব আসিব আহসান নগদ ৫০ হাজার টাকা সহায়তার জন্য দান করেন। উক্ত টাকা হতে ৩ জন অসহায় দরিদ্রকে ঘর নির্মাণের জন্য ২ বান্ডিল করে ঢেউটিন ও খরচ বাবদ ৪ হাজার করে টাকা দেওয়া হয়।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২